Sporsho Dental Care

রুট ক্যানেল / Root Canal কি ? 

অনেক সময় বিভিন্ন কারণে আমাদের দাঁতের মাঝে গর্ত বা ক্ষয় দেখা দেয়। অনেক সময় সেই গর্ত দাঁতের অনেক ভেতর পর্যন্ত বিস্তৃত হয়ে দাঁতের অ্যানামেল, ডেন্টিনকে ভেদ করে দাঁতের ভেতরে মজ্জাকে আক্রান্ত করে ফেলে। এরকম অবস্থায় পৌছলে ঠান্ডা বা মিষ্টিজাতীয় খাবার খেলে দাঁতে প্রচণ্ড শিরশির করে কিংবা দাঁতে অসহনীয় ব্যথা অনভুত / শুরু হয়। এমনকি ব্যথা  মাথায়, চোখে , কানেও ছড়িয়ে পড়তে পারে। এমতাবস্তায় রোগিকে যে চিকিৎসা প্রদান করা হয়, সেটিকে রুট ক্যানেল বলে।

রুট ক্যানেল চিকিৎসা

 

রুট ক্যানেল চিকিৎসায় মজ্জা অপসারণ

রুট ক্যানেল চিকিৎসা প্রক্রিয়া

রুট ক্যানেল ট্রিটমেন্ট এ দাঁতের ভেতরের আক্রান্ত মজ্জাকে অপসারণ করে ফেলা হয়। যার ফলে ব্যথা সম্পূর্ণ ভাবে চলে যায়। এই রুট ক্যানেল ট্রিটমেন্ট ও ব্যথা মুক্ত। ডাক্তার যদি আক্রান্ত দাঁতের চিকিৎসার জন্য রুট ক্যানেল করার পরামর্শ দিয়ে থাকেন, তাহলে ভয়ের কিছু নেই। এটাতে ব্যথা লাগে না। এটা বহুল প্রচলিত একটি চিকিৎসা পদ্মতি। এ পদ্মতিতে আক্রান্ত মজ্জাকে অপসারণ করে ফেলার পর দাঁতের ফেতরে ফাকা অংশ কৃত্তিম ভাবে ভরাট / ফিলিং করে দেয়া হয়। অনেকে স্থায়ীত্তের জন্য রুট ক্যানেল করা দাঁতের উপরে কৃত্তিম ক্যাপ পরিয়ে নেন। যা দাঁতের ক্যাপ হিসাবে পরিচিত।

রুট ক্যানেল চিকিৎসায় খরচ

রুট ক্যানেল চিকিৎসায় খরচ নির্ভর করে কোন দাঁত আক্রান্ত হয়েছে, কত টুকু আক্রান্ত হয়েছে তার উপর। চিকিৎসার জটিলতার উপরও নির্ভর করে খরচ কেমন হবে। ডেন্টিস্ট আক্রান্ত দাঁত পরীক্ষা করে,  এক্স রে এর ফলাফল বিশ্লেষন করে আক্রান্ত দাঁত এর অবস্থা বিবেচনা করে খরচ সম্পর্কে একটা ধারনা দিয়ে থাকেন।

আমাদের স্পর্শ ডেন্টাল কেয়ারে আধুনিক এন্ডোমটর দিয়ে রুট ক্যানেল চিকিৎসার জন্য সাধারনত একজন রোগীর ৭০০০ টাকার আশে পাশে ব্যায় হতে পারে। এর সাথে দাঁতে ক্যাপ লাগাতে চাইলে ক্যাপ এর মান অনুযায়ী ক্যাপ এর খরচ যোগ হয় ।  

 

স্পর্শ ডেন্টাল কেয়ার

রমজান্নেছা সুপার মার্কেট (২য় তলা)

মেট্রোরেল পিলার নং ১৬৫

মিরপুর ১২ ঢাকা

যোগাযোগঃ ০১৬৭৬৩৪৭৫২৬