আক্কেল দাঁত কি?
আমাদের মুখের চোয়ালের সবচেয়ে পেছনে উপর নিচে উভয় দিকে একটি করে মোট চারটি দাঁত ওঠে আর এই দাঁতগুলোকে আক্কেল দাঁত বলে। আমরা ডাক্তাররা এদেরকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় উইজডম টিথ (Wisdom teeth) বা থার্ড মোলার বলি। সাধারনত ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে এই দাঁত উঠে থাকে। অনেকের এই দাঁত আংশিকভাবে ওঠে, আবার অনেকের এই দাঁত মাড়ির মধ্যেই থেকে যায়।
আক্কেল দাঁত এ ব্যথা হয় কেন?
ছোটবেলায় আমাদের দুধ দাঁতগুলো পড়ে যাওয়ার পর ফাঁকা স্থানে আমাদের স্থায়ী দাঁতগুলো চলে আসে এবং ফাকা স্থান গুলো পুরন করে ফেলে। পরবর্তিতে যখন আক্কেল দাঁত ওঠার সময় হয়, বেশির ভাগ ক্ষেত্রেই আক্কেল দাঁতের ওঠার জন্য পর্যাপ্ত জায়গা থাকে না। আক্কেল দাঁত তখন আংশিক কিংবা আঁকাবাঁকা হয়ে ওঠে, আবার কখনো উঠতেই পারে না; মাড়ির মধ্যেই থেকে যায়। আবার ১৭/১৮ বছরে আমাদের মাড়ির টিস্যু একটু পুরু ও শক্ত হয়ে যায়। ফলে দাঁতটি আসতে যেয়ে মাড়ির টিস্যুতে চাপ তৈরি করে কিংবা মাড়িকে চিরে সে বের হয়। সেজন্য মাড়িতে তিব্র ব্যাথা অনুভব হয়। মাড়ি ফুলে যায়। অনেক সময় গালের দিকে ফুলে ওঠে, গলার দিকে ফুলে ওঠে।
আবার বেশিরভাগ ক্ষেত্রে আক্কেল দাঁত সোজা বা খাড়া হয়ে উঠতে পারে না। আমরা বড় হতে হতে স্থায়ী দাঁতগুলো চোয়ালের ভেতরের জায়গা পুরন করে ফেলে। ফলে আক্কেল দাঁত যেহেতু শেষ দাঁত, সে ওঠার জন্য চোয়ালের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকে না। বাঁকা হয়ে উঠতে গিয়ে স্থায়ী দাঁতকে ধাক্কা দেয় এবং স্থায়ী দাঁতের দীর্ঘ মেয়াদী ক্ষতি সাধন করে।
আক্কেল দাঁত থাকলে করনীয় কি?
অনেক ভেতরে হওয়ার কারণে এই দাঁত সহজে পরিষ্কার হয় না বলে বারবার সমস্যা হয়। খাদ্য কনা জমে থেকে মুখে দুর্গন্ধ হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। যেহেতু আক্কেল দাঁত আমাদের তেমন কোন কাজে আসে না, আমাদের খাবার চিবানোর কাজে লাগে না বরং এই দাঁত উল্টো মাঝেমধ্যে সমস্যা তৈরি করে , সুতারং সমস্যা দেখা দিলে এই দাঁত তুলে ফেলাই স্থায়ী সমাধান । দাঁত তোলা নিয়ে অনেকের মধ্যে ভয় কাজ করে। আক্কেল দাঁত তোলার সময় যেহেতু অ্যানেসথেশিয়া দিয়ে অবশ করে নেয়া হয়, রোগী তেমন কোন ব্যাথা অনুভব করে না। সুতারং ভয়ের কিছু নেই। বরং ভয় নিয়ে বসে থাকলে, আক্কেল দাঁতের কারনে অন্যান্য দাঁতের ও দীর্ঘ মেয়াদী ক্ষতির আশঙ্কা থাকে।
আক্কেল দাঁত তুলে ফেলার খরচ?
আক্কেল দাঁত তুলে ফেলার (Wisdom teeth Extraction) আগে এক্সরে করে দেখা হয় দাঁতের অবস্থা। অনেক সময় আক্কেল দাঁত সহজেই তুলে ফেলা যায় কোন রকমের অপারেশন ছাড়া । সেক্ষত্রে আমরা ২০০০- ৩০০০ টাকা নিয়ে থাকি দাঁতের অবস্থা ভেদে। আর আক্কেল দাঁত তুলতে সার্জিক্যাল অপারেশন লাগলে সেক্ষেত্রে খরচ বেড়ে যায়। সার্জিক্যাল অপারেশন করে আক্কেল দাঁত অপসারনের খরচ আমাদের এখানে ৭০০০ টাকা থেকে শুর হয়।
দাঁতের যেকোন চিকিৎসার জন্য অবশ্যই বিএম ডি সি অনুমদিত রেজিস্টার্ড ডাক্তার এর পরামর্শ গ্রহন করা উচিত।
ডাঃ সানজিদা খান
কনসাল্ট্যান্ট
মিরপুর , ঢাকা
এপয়ন্টমেন্টঃ ০১৬৭৬৩৪৭৫২৬